নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, রবিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে রোববার রাতে দ্বিতীয় স্ত্রীর ধানমন্ডির বাসায় অবস্থানকালে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। বর্তমানে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত পিন্টুকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় রাজনৈতিক মহলে পিন্টুর গ্রেপ্তার নিয়ে নানা আলোচনা চলছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা একের পর এক মামলার মুখে পড়ছেন। অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ প্রমাণের ভিত্তিতেই এ ধরনের অভিযান পরিচালনা করছে।