নোয়াখালীর সোনাইমুড়ীতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড় এলাকায় ইকোনো বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তরুণীর নাম সুবর্ণা আক্তার (২১)। তিনি কুমিল্লার সদর উপজেলার পুরান চৌয়ারা গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে।
পুলিশ জানায়, সুবর্ণা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি কুমিল্লা থেকে ১৪ কেজি গাঁজা নিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। তবে গ্রেপ্তার এড়াতে তিনি সরাসরি কুমিল্লা থেকে ঢাকায় না গিয়ে সোনাইমুড়ী হয়ে ঢাকাগামী বাসে ওঠেন। বাসে ওঠার পরই গাঁজার গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় যাত্রীরা সন্দেহ করেন। বিষয়টি তারা পুলিশকে জানালে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।