প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৭
রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামে সোমবার সকাল থেকে কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নির্মাণশ্রমিক বিল্লাল মোল্লার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে এক নজর দেখতে ভিড় করে এলাকাবাসী।
নিহত বিল্লাল মোল্লা হাটজয়পুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। জীবিকার তাগিদে ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। সেখানেই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
গত ৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার জোহরবারু এলাকায় নির্মাণকাজে ব্যবহৃত কংক্রিট বালতির রশি ছিঁড়ে নিচে চাপা পড়ে বিল্লালের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার সকাল ৯টার দিকে তার মরদেহ গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের কান্না আর ছোট্ট মেয়ে ঐশীর নিস্তব্ধতা শোককে আরও গভীর করে তোলে।
পরে সকাল ১১টায় বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয় বিল্লালকে। তার জানাজায় স্থানীয় শত শত মানুষ অংশ নেন।
নিহতের বাবা জব্বার মোল্লা জানান, আমার ছেলেটি চলে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। সে যে মালিকের কাজ করতো, সেই মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে, কিন্তু এতে শোকের ক্ষত পূরণ হওয়ার নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবাসীদের নিরাপত্তা ও নির্মাণকাজে ঝুঁকিপূর্ণ পরিবেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।