স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন নামের পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৪৯৬৬) নামক বাসটি গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর গুরুতর আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পপি আক্তার নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়রা আরো জানান, মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও রিক্সা দ্রুত গতিতে চলাচল করে, এ ব্যাপারে হাইওয়ে পুলিশের কোন তৎপরতা দেখিনা। চালকরা ডানে-বামে না দেখে সড়ক অতিক্রম করে। তবে পুলিশের অনেক গালিলতি আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক আনন্দ মোহন সরকার জানান, আহতদের তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ঘটনাস্থল থেকে এসপি গোল্ডেন লাইন পরিবহনটি আটক করে থানায় রাখা হয়েছে। উক্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।