প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

নোয়াখালীর সুবর্ণচরে জাল নোট কেনাবেচার অভিযোগে মো. নুর আলম (৩৫) নামে কৃষকদল নেতাকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে তাকে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ পুলিশের হাতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়া হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় কৃষক দলের সাধারণ সম্পাদক।
