প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৭:১৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যেভাবে প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছে, তাতে কোনো সুস্পষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, “মনে হয় সকালে ঘুম থেকে উঠে কমিশন সিদ্ধান্ত নেয়—আজ মাইক, কাল মোবাইল, পরশু ট্রাইপড। আবার দেখি সূর্যও প্রতীক হয়ে গেল!”
