প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের টানা অভিযানে বড় সাফল্য এসেছে। গত এক বছরে ৭১ হাজার ৭৮৫ ঘনফুট বালু জব্দ এবং ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময়ে একাধিক মামলা, মোবাইল কোর্ট, অভিযান ও বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ৬টি মামলা, ১৫টি অভিযান, ৭টি মোবাইল কোর্ট পরিচালনা এবং ১৬টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া একাধিক স্থানে লাল পতাকা স্থাপন ও রাস্তা ব্যারিকেড দিয়ে বালু পরিবহন বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার শাহীবাগ এলাকার একটি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় দেড়শ ঘনফুট বালু জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন রোধে আমরা কঠোর অবস্থানে আছি। আমার নাম ভাঙিয়ে বা অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে শনিবার দুপুরে স্থানীয় জনগণের বাধার মুখে পড়েন পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান। পরে উপজেলা প্রশাসন বালু জব্দ করে।
তবে শামীম আহমেদ বলেন, তিনি কোনো বালু ব্যবসায় জড়িত নন। রাস্তা মেরামতের জন্য শ্রমিকরা অল্প বালু তুলেছিল, আমরা সেটি দেখতে গিয়েছিলাম। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন বলেন, তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।