প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৪৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে রিশাদ বাবু নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।
নিহত শিশুটি বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ আসাম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে। তবে তার বাবা-মা ঢাকায় থাকেন এবং শিশুটি দাদীর কাছে বসবাস করত।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল আটটার দিকে পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য আহাদ আলী জানান, শিশুটি দাদীর কাছে ছিল এবং খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ওসি আল হেলাল মাহমুদ জানান, একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরের চারপাশে সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। পরিবারের সদস্যরা সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন এবং প্রতিবেশীরাও তাদের পাশে রয়েছেন।
শিশুর মৃত্যুতে সমবেদনা জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।