প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৬:৩৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বহুতল মার্কেট নির্মাণে শুরুতেই বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। পাইলিং স্থাপনে সঠিক গভীরতায় পিলার বসানো সম্ভব না হওয়ায় কাজের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
৫০ ফুট দৈর্ঘ্যের পাইল সর্বোচ্চ ২৫ থেকে ৩৫ ফুটের বেশি বসানো সম্ভব হচ্ছে না। প্রকৌশলীদের দাবি, মাটি অত্যাধিক শক্ত হওয়ায় পাইল সম্পূর্ণভাবে বসানো সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে সঠিকভাবে সয়েল টেস্ট না করেই কাজের ডিজাইন ও ড্রইং অনুমোদন করা হয়েছে। ফলে এখনকার পরিস্থিতিতে নতুন করে সমাধান খোঁজা ছাড়া উপায় নেই।
গত ১৮ আগস্ট থেকে প্রকল্প পরিচালক (পিডি) অফিসের পরবর্তী নির্দেশনার জন্য কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আইইউজিআইপি প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ভবনটি নির্মাণ হচ্ছে। ৭ তলা ভীতের ওপর ৩ তলা বিশিষ্ট এই মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৭০০ টাকা।
তবে কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রকল্পের প্রকৌশলী নাসরিন আক্তার সিমা জানিয়েছেন, সয়েল টেস্টের সঙ্গে ডিজাইনের কিছু পার্থক্য থাকায় পাইলিংয়ে সমস্যা হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান বলেন, পাইলের দৈর্ঘ্য কমিয়ে কাজ করার চেষ্টা চলছে। তবে মাটির শক্ত অবস্থা এবং পর্যাপ্ত জায়গার অভাবে কাজ ব্যাহত হচ্ছে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, পিডি অফিসের লিখিত নির্দেশনা না আসা পর্যন্ত কাজ চালু হবে না। তিনি আশা প্রকাশ করেন, সমস্যা সমাধানের পর দ্রুত কাজ সম্পন্ন করা হবে।