প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৬:৩৪
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম ধরা পড়ায় এক নারী ইউপি সদস্য ক্ষোভে দুই শতাধিক কার্ড ছিঁড়ে পুকুরে ফেলে দেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে এবং বিকেলে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিডি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে দুস্থ নারীদের জন্য কার্ড বিতরণ চলছিল। কিন্তু বিতরণের সময় দেখা যায়, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য নাসরিন পারভীন কবির নিজের ও মেয়ের নামে এবং একাধিক সচ্ছল পরিবারের নামে কার্ড তৈরি করেছেন।
এ ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয় এবং উত্তেজনার এক পর্যায়ে নাসরিন পারভীন গালিগালাজ করতে করতে কার্ডগুলো ছিঁড়ে পুকুরে ছুড়ে ফেলেন। ভিডিওতে তাকে চিৎকার করতে ও কার্ড পানিতে ফেলতে দেখা যায়।
উপকারভোগীদের অভিযোগ, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছলদের নামে কার্ড তৈরি করা হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিটি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও অনিয়মের কারণে অনেক দুস্থ নারী বঞ্চিত হবেন।
স্থানীয়রা আরও জানান, কর্মসূচির নীতিমালায় উল্লেখ রয়েছে, কেবল অসহায়, বিধবা, তালাকপ্রাপ্ত ও আয়ের উৎসহীন নারীরাই এই কার্ডের জন্য যোগ্য। কিন্তু এ ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিরা সুবিধা নিতে চেয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য নাসরিন পারভীন কবির স্বীকার করেন, নিজের এবং মেয়ের নামে কার্ড করেছেন। তবে দাবি করেন, কার্ডগুলো তিনি অন্য অসহায়দের দেওয়ার জন্য করেছিলেন। তিনি আরও জানান, চেয়ারম্যানের সঙ্গে সমন্বয়ের অভাব এবং বিতরণের সময় হট্টগোলের কারণে রাগে গিয়ে কার্ডগুলো পুকুরে ফেলে দেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।