প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২৬
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়লো ১ কেজি ৭০০ গ্রামের একটি বড় ইলিশ। রবিবার (১৭ আগস্ট) সকালে সমুদ্রে জাল তুলতে গেলে মাছটি ধরা পড়ে।
ধরা মাছটি কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে আসা হলে রাসেল ফিস আড়দে নিলামে নিলামে এটি ৫ হাজার ১৭০ টাকায় বিক্রি হয়। স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন মাছটি কিনে ঢাকায় বিক্রি করার পরিকল্পনা করেছেন।
জানা গেছে, মাছটির মণদর খোলা ডাকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় নির্ধারিত হয়। যদিও বড় সাইজের ইলিশ ধরা এখন খুবই কম, তবুও আজকের এ মাছটি নিলামে বিক্রি হওয়ায় জেলেদের মধ্যে খুশির বায়ু বইছে।
ছগির হোসেন জানান, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় খুঁটা জাল ব্যবহার করে মাছ শিকার করা হয়। তিনি বলেন, আজকের মাছটি বড় হওয়ায় লাভের আশায় ক্রয় করা হয়েছে। সামান্য ব্যবসা হলেও এটি বিক্রি করে মুনাফা অর্জন করা সম্ভব।
জেলে নাসির মাঝি বলেন, আজকে শুধু একটি মাছই পেয়েছি। সমুদ্রে বড় ইলিশের সংখ্যা কম। তবে এ মাছটির বড় সাইজের কারণে ভালো দাম পাওয়া গেছে। তিনি আল্লাহর দেওয়া এ মাছের জন্য খুশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলবর্তী জেলেরা এখন বড় ইলিশ পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ আরও বাড়বে।
ইলিশের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজারে দামও ধীরে ধীরে কমে আসবে বলে তিনি মনে করেন। এ ধরনের মাছ শিকারের মাধ্যমে স্থানীয় জেলেদের অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নত হতে পারে।
স্থানীয়রা বলছেন, বড় ইলিশ ধরা পড়লে তা কেবল জেলেদের জন্য নয়, বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি এবং ভোক্তাদের জন্যও সুখবর। এর ফলে সাগর থেকে ধরা মাছের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় থাকবে।