প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:৮
উত্তর জনপদের শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ফসলের মাঠ। গত কয়েক দিনের ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় আড়াই হাজার বিঘা জমির রোপণকৃত আমন ধানসহ নানা ফসল পানির নিচে ডুবে গেছে। এতে একদিকে কৃষকরা অর্থনৈতিক ক্ষতির শঙ্কায় ভুগছেন, অন্যদিকে পরিবারের খাদ্যনিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।