প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:১১
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) সেবার মান উন্নয়ন ও রোগী সন্তুষ্টি নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনার পর দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ চলমান রয়েছে। আগামী মাসে সারাদেশে ৩ হাজার ২০০ নার্স ও ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। শেবাচিমেও অন্য হাসপাতালের তুলনায় বেশি জনবল বরাদ্দ পাবে।