প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৩:১৯
নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতদের স্বজন এবং ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানায় এ মামলা করেন। মামলার একমাত্র আসামি হিসেবে রাখা হয়েছে মাইক্রোবাসের চালক এনায়েত হোসেনকে।