প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ২১:০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কক্সবাজারের টেকনাফে ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পৃথক একটি বিজয় র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় আলো শপিং সেন্টার থেকে শুরু হয়ে একটি বিশাল মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন টেকনাফ সদরের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
তিনি বলেন, আগামী বাংলাদেশ হবে তরুণদের নেতৃত্বে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র। সীমান্ত জনপদের জনগণ এখন জেগে উঠেছে, নিজেদের অধিকার আদায় করতে শিখেছে। তিনি তাঁর নিজ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্তানের হত্যার মতো ঘটনা ঘটেছে। এমনকি তাঁকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে।আব্দুল্লাহ আরও বলেন, জনগণ পাশে থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করে এই অত্যাচারী শাসনের অবসান ঘটানো হবে। তিনি তরুণ প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে এসে বৈধ ব্যবসা, পর্যটন ও নাফ নদীতে মাছ শিকারসহ নতুন বৈধ আয়ের পথ গড়ে তোলার আহ্বান জানান।