প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৬:২০
নওগাঁয় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। মঙ্গলবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে শহীদ শ্রাবণের কবরস্থানে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, শহীদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। জেলা কৃষি, স্বাস্থ্য, গণপূর্তসহ বিভিন্ন সরকারি বিভাগ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের মুক্তির মোড়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে জেলার সব শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এক অনন্য মানবিক দৃশ্যের সৃষ্টি করে।
দিবসের দ্বিতীয় পর্বে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। সেখানে আলোচকরা শহীদদের অবদানের কথা স্মরণ করে বলেন, এই আত্মত্যাগই নতুন বাংলাদেশের পথ দেখিয়েছে।
আলোচনা সভার পাশাপাশি আয়োজন করা হয় জেলায় সংঘটিত জুলাই-আগস্ট আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে আন্দোলনের ইতিহাস ও শহীদদের ভূমিকা তুলে ধরা হয়। উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচেতনা ও দেশপ্রেম গড়ে তুলেছে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা। জেলার ১১টি উপজেলা প্রশাসনও পৃথকভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
নওগাঁয় এভাবেই সমৃদ্ধভাবে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র, সাম্য এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় সার্বিক আয়োজনে।