প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৬:৩২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মন্ডল পাড়া এলাকায় ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ইটের তৈরি এইচবিবি রাস্তার পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল। রবিবার দুপুরে তিনি সরজমিনে এসে রাস্তার অবস্থা খতিয়ে দেখেন।
স্থানীয়রা জানান, টানা ভারী বৃষ্টির ফলে রাস্তায় পানি জমে ভাঙনের সৃষ্টি হয়েছে, যার কারণে সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। বিশেষ করে রিক্সা, ভ্যান ও অটোরিকশার চলাচল এই ক্ষতিগ্রস্ত রাস্তায় প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর বলেন, দীর্ঘদিনের বৃষ্টির কারণে রাস্তার কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে যা দ্রুত মেরামত করা প্রয়োজন। তবে বৃষ্টি কমলে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, এলাকার বেশ কিছু বাড়ির পানি নিষ্কাশন সঠিকভাবে না হওয়ায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা ভাঙনের মূল কারণ। যদি প্রতিটি বাড়ির জন্য আলাদা নিষ্কাশন ব্যবস্থা করা হয় তবে এই ধরনের ভাঙন অনেকাংশে কমানো সম্ভব হবে।
এর আগে গত বৃহস্পতিবার প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন এবং রবিবার থেকে সেখানে মেরামতের কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত রাস্তাগুলো মেরামত হলে তাদের যাতায়াতের সমস্যা দূর হবে এবং সামনের বর্ষায় এ ধরনের ক্ষতি কম হবে। তারা সরকারী কর্মকর্তাদের প্রতি আবেদন জানান, তাদের এই এলাকার সমস্যা দ্রুত সমাধানে নজর দেওয়ার জন্য।
উপজেলা প্রশাসনও স্থানীয় জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এলাকায় অবকাঠামোগত উন্নয়নে এসব উদ্যোগ এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বর্ষাকালে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো দ্রুত মেরামত করতে হবে, যাতে স্থানীয়রা নির্বিঘ্নে চলাচল করতে পারে। গোয়ালন্দের এই প্রকৌশলীর পরিদর্শন ও আগামি মেরামতের কাজ তাৎক্ষণিক উদ্যোগের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।