প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯:২৬
নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে হাসান সড়কে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণ। ফেস্টুন ও ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে তারা শেখ হাসিনার পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।