প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় হিলি চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার অন্তর্ভুক্ত ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমিত রাখার সিদ্ধান্তটি একধরনের বৈষম্য। অথচ শিক্ষা একটি মৌলিক অধিকার এবং সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বঞ্চিত হলে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা মানসিকভাবে পিছিয়ে পড়বে।
হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এম এ রাফেউল আলম, সাধারণ সম্পাদক এইচএম আওলাদ, বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা সহ আরও অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন। তারা বলেন, বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়— এটি আত্মবিশ্বাস, অনুপ্রেরণা এবং ভবিষ্যতের স্বীকৃতির প্রতীক।
বক্তারা চলতি বছরের ১৭ জুলাই জারিকৃত পরিপত্রকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিল করে নতুন পরিপত্র জারির মাধ্যমে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিয়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের পথ উন্মুক্ত করবে।