প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৭:৫৯
সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুন মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার দুই কর্মকর্তা। মামলার নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
বুধবার সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জুন মাসের কার্যক্রম বিবেচনায় মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুলাউড়া সার্কেলে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার নেতৃত্বে থানায় অপরাধ দমন, দ্রুত অভিযোগ গ্রহণ ও মামলার নিষ্পত্তির ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখার বিষয়টি পুরস্কার প্রাপ্তির পেছনে বড় অবদান রেখেছে।
রেঞ্জ ডিআইজি অনুষ্ঠানে বলেন, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাগত অঙ্গীকারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। যারা কাজ করে তারা অবশ্যই প্রাপ্য স্বীকৃতি পাবেন। পুরস্কারপ্রাপ্তদের এ অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভায় জুন মাসে সিলেট বিভাগের বিভিন্ন থানার সার্বিক পারফরম্যান্স তুলে ধরা হয়। এতে মৌলভীবাজার জেলা পুলিশের সফলতা ও অগ্রগতি প্রশংসিত হয়।
অন্য পুলিশ কর্মকর্তারাও মনে করছেন, এরকম স্বীকৃতি একদিকে যেমন সম্মানজনক, তেমনি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্ট মহল আশা করছে, এই ধারাবাহিকতা বজায় রেখে মৌলভীবাজার জেলা পুলিশ ভবিষ্যতেও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও দৃষ্টান্ত স্থাপন করবে।
মেটা কীওয়ার্ড: মৌলভীবাজার, সিলেট রেঞ্জ, শ্রেষ্ঠ পুলিশ, আজমল হোসেন, মাহবুবুর রহমান, রেঞ্জ ডিআইজি, অপরাধ পর্যালোচনা, পুলিশ পুরস্কার, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ওসি
হ্যাশট্যাগ: #মৌলভীবাজার #সিলেটরেঞ্জ #শ্রেষ্ঠপুলিশ #আজমলহোসেন #মাহবুবুররহমান #ইনিউজ৭১ #enews71