বরিশালে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই কর্মসূচির দ্বিতীয় দিনে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম নেতা মহিউদ্দিন রনি। তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল। কিন্তু সেখানে রয়েছে ভয়াবহ অনিয়ম, জনবল সংকট, চিকিৎসা যন্ত্রপাতির অভাব ও প্রশাসনিক ব্যর্থতা। এই অব্যবস্থাপনার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই।”
তিনি আরও বলেন, “দেশের সব সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং দক্ষ জনবল নিয়োগ করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে টাস্কফোর্স গঠন এবং স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে কার্যকরভাবে কাজ করার নির্দেশ দিতে হবে।”
এ সময় ছাত্রনেতা সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহানসহ আরও অনেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা জানান, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচি চলবে।
উল্লেখ্য, ২৮ জুলাই বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোড হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেই মহিউদ্দিন রনি তিন দফা দাবি ঘোষণা করেন—
১. সকল সরকারি হাসপাতালের কাঠামোগত উন্নয়ন, জনবল ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা,
২. দুর্নীতিরোধে দলীয় রাজনীতি নিষিদ্ধ করে জবাবদিহিতা ও ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করা,
৩. স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কার্যকর সুপারিশ ও বাস্তবায়নের নিশ্চয়তা।
কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল (৩০ জুলাই) দুপুর ১২টায় একই স্থানে পুনরায় অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আয়োজকরা বরিশালের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।