প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:৫১
কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু আক্তার (১৪)। তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী ও কন্যা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক মঙ্গলবার সকালে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—জাহেদা ও তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন।
জানা গেছে, মীর হোসেন ঋণগ্রস্ত হয়ে পড়লে পরিবারসহ নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। এরপর রামপুর গ্রামের আবুল খায়েরের বাড়িতে ভাড়া থেকে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছিলেন তারা।
তবে চলমান আর্থিক সংকটের পাশাপাশি পারিবারিক কলহও ঘনঘন দেখা দিচ্ছিল। এসব কারণে পরিবারে অস্থিরতা তৈরি হয় এবং সোমবার রাতে জাহেদা ও মেয়ে মিশু বিষপান করেন বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় সোমবার রাতেই মীর হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ আরও জানিয়েছে, এটি শুধুই আত্মহত্যার ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে এবং মীর হোসেনকে ধরতে অভিযানও শুরু হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পরিবারটি অনেকদিন ধরেই কষ্টের মধ্যে ছিল এবং সাহায্য প্রার্থীও ছিল, কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ হবে তা কল্পনা করেননি কেউ।