প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৬:৪৫
মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল খেটানোর অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার কয়েক কোটি সমর্থক রয়েছে এবং দলের লক্ষ্য সারা দেশে এক কোটি নতুন সদস্য তৈরি করা। রিজভী আরও জানান, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন।
রিজভী বলেন, সাবেক বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থা ধ্বংস করেছে। তিনি আরও উল্লেখ করেন, বিগত দিনে স্বৈরাচারী শাসকের নির্দেশে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন জেল-জুলুম, নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হয়েছে। নিজের কথায় তিনি জানান, নিজেও এমন একটি মামলায় জেলে ছিলেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত। এছাড়াও বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা সদস্য সংগ্রহ ও নবায়ন টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।
জি কে গউছ জানান, আগামী ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির সম্মেলন গোপন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং সেখানে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।
সভায় জেলা বিএনপির বিভিন্ন উপজেলা ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও রাজনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নুরুল ইসলাম সেলুন নির্বাচিত হয়েছেন। এছাড়া মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতিতে বর্তমান পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনাসহ সভায় সদস্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে বলা হয়, দলের সম্প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যাতে দেশজুড়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্ভব হয়।
সভায় আলোচিত বিষয়গুলো থেকে স্পষ্ট হয় যে, বিএনপি রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও শক্ত অবস্থান ধরে রাখতে চায় এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে।