প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৮
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শিক্ষার করুণ চিত্র ফুটে উঠেছে। এই উপজেলার মোট ১,৬৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১,১১৭ জন, যা পাশের হার ৬৭.৪৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৬ জন। দাখিল ও ভোকেশনাল পরীক্ষায়ও একইরকম হতাশাজনক ফলাফল দেখা গেছে।