প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৫৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় চলমান গোপন অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত বহু মামলার আসামি খালেদকে (৩৬) অবশেষে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই ফরহাদ মাতুব্বর এবং তার সঙ্গে ছিলেন এএসআই ইসহাক ও এএসআই তোফায়েল। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতের এ অভিযানে খালেদ নিজ বাড়ি থেকে গ্রেফতার হন।
তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত খালেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় রয়েছে মোট সাতটি মামলা। এর মধ্যে রয়েছে দুইটি মাদকের মামলা, একটি ডাকাতি প্রস্তুতির, একটি দস্যুতা, একটি চুরির এবং একটি সংঘর্ষ ও ক্ষতিসাধনের মামলা।
পাশাপাশি তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, খালেদ দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধে যুক্ত ছিল এবং বেশ কিছুদিন ধরে পলাতক ছিল। সম্প্রতি তার অবস্থান শনাক্ত হলে পুলিশ গোপনে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। স্থানীয়দের মতে, খালেদের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল এবং তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে ১৯ জুলাই খালেদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।
অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা খালেদের গ্রেফতারকে স্বাগত জানিয়ে বলেন, আইনের চোখ এড়িয়ে কেউ পার পাবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের মুখোমুখি হতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে। শেষ পর্যন্ত পুলিশের সফল অভিযানে ধরা পড়ায় দীর্ঘদিনের এক আতঙ্কের অবসান ঘটেছে এলাকায়।