প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

আগামীকাল ট্রাইব্যুনালের রায় যা-ই হোক না কেন, তা কার্যকর করা হবে—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং নির্দেশনার অপেক্ষায় রয়েছে। রোববার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
