প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৮
সিলেট নগরীর কানিশাইল এলাকায় একটি বাসা থেকে মো. আরাফাত হামজা নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নম্বর বাসা থেকে ঘরের চালের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা।
মৃত আরাফাত হামজা (২০) ছিলেন স্থানীয় মৃত এরশাদ আলীর পুত্র এবং নগরীর তালতলা এলাকায় বড় ভাইয়ের সঙ্গে একটি মোটর পার্টসের ব্যবসায় যুক্ত ছিলেন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, এ ঘটনায়
প্রাথমিকভাবে কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে এবং রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে তদন্তে আত্মহত্যা না অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে এক তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় লোকজন জানান, আরাফাত শান্ত স্বভাবের ছেলে ছিল এবং কারও সঙ্গে বিরোধ ছিল না।
এমন একটি ঘটনায় তারা হতবাক। পুলিশের প্রাথমিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। কিশোরদের মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েনসহ বিভিন্ন বিষয়ে এখন বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছবি বা তথ্য ছড়িয়ে না দিয়ে পুলিশকে তদন্তে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে।