প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:২২
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) দিনভর সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রাণহানির ঘটনা ঘটে। এনসিপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সহিংসতার জেরে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), থানাপাড়ার রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়ার ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়ার সোহেল মোল্যা। এদের বেশিরভাগই সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন। আহত হয়েছেন অন্তত ৫০ জন, যাদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ।
ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সন্ধ্যা সাতটার দিকে তারা খুলনা শহরে পৌঁছান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এনসিপির নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে এলাকা ত্যাগ করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বুধবার সন্ধ্যায় ২২ ঘণ্টার কারফিউ জারি করে। কারফিউ রাত ৮টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং কারফিউ চলাকালীন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কারফিউ চলাকালীন গোপালগঞ্জে জনজীবন একপ্রকার স্থবির হয়ে পড়েছে। শহরের রাস্তাঘাট, হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শহরে রিকশা চলাচল সীমিত থাকলেও অন্যান্য যানবাহন বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বুধবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।
এনসিপির পক্ষ থেকে এই হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর এই বর্বর হামলা গণতন্ত্রের জন্য হুমকি। তারা এর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। পরিস্থিতির দিকে দেশবাসী এখনো উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে।