প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে বর্ণাঢ্য নৌবহর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ছারছিনা ঘাট থেকে ট্রলারযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে এ নৌবহর শেষ হয়। এতে কয়েকশত নেতাকর্মী ট্রলারে অংশ নেন এবং তীরে দাঁড়িয়ে হাজারও মানুষ এ আয়োজন উপভোগ করেন।