প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৯
ঢাকার ধামরাইয়ে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময়সভায় অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আওয়ামী লীগের সময়ের নির্বাচন লায়লাতুল নির্বাচন হিসেবে স্মরণীয়, তবে এখনকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয়, তাই ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো দলের পক্ষে ভোট দিতে পারেন।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক দল নেই। তাই তারা নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তিনি আশ্বাস দেন, নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা কোনো দলের পক্ষে কাজ করতে পারবেন না।
তিনি আরও বলেন, নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা যদি কোনো দলের পক্ষ নেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো সরকারি কর্মকর্তা কোনো পক্ষের সমর্থন দেখাতে পারবে না।
ফাওজুল কবির খান উল্লেখ করেন, আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতের ফলাফলে ঘোষণা করেছিল, যা তিনি লায়লাতুল নির্বাচন হিসেবে বর্ণনা করেন। তিনি নিশ্চিত করেন, বর্তমানে দেশের বিদ্যুৎ সংকট নেই এবং কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সমস্যা থাকলেও তা দ্রুত সমাধান হবে।
উপদেষ্টা বলেন, সরকার সব সময় বিদ্যুতের লোডশেডিং মনিটরিং করছে, যাতে শিল্প ও জনগণের দুর্ভোগ না হয়। তিনি বলেন, উন্নয়ন কাজ চলাকালীন সাধারণ মানুষের কিছু অসুবিধা হওয়া স্বাভাবিক, তা বড় সমস্যা নয়।
তিনি ধামরাইয়ে স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
মতবিনিময়সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যুৎ ও সৌরশক্তি খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, নিরপেক্ষ নির্বাচন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণ ও প্রশাসনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।