প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী এলাকায় অবস্থিত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকায় এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। দিনের বেলা মানুষজনের যাতায়াত থাকলেও সন্ধ্যার পর বিদ্যালয়ের টিনশেড ভবনগুলো দখল নেয় মাদকসেবীরা। রাতভর চলে নেশার আসর। এতে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, সামাজিক অস্থিরতা ও চুরি-ছিনতাইয়ের ঘটনাও বেড়ে যাচ্ছে।