মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে জিম্মি করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়িচালক আক্তার আলী নামের এক যুবক কিশোরীটিকে ধর্ষণ করেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ৩০ জুন সিলেট থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন ১৭ বছরের ওই কিশোরী ও তার মা। ভানুগাছ স্টেশনে নামার কথা থাকলেও ভিড়ের মধ্যে বিভ্রান্ত হয়ে কিশোরীটি কুলাউড়া জংশনে নেমে পড়ে। মা তখনও ট্রেনে ছিলেন।
কিশোরীটি পরবর্তী ট্রেনের অপেক্ষা করতে থাকলে গাড়িচালক আক্তার আলী তার সঙ্গে কথা বলেন। বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নিজের গাড়িতে তুলে নেন। পরে তিনি কিশোরীটিকে সিলেটের একটি হোটেলে নিয়ে যান।
হোটেলে আক্তার আলী নিজেকে সেনা সদস্য দাবি করে বিয়ের প্রলোভন দেখান। পরে তিনি কিশোরীটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ সময় তিনি তার মোবাইল ফোন কেড়ে নেন।
মুক্তিপণ দাবির ঘটনায় কিশোরীর আত্মীয়ের সঙ্গে ইমো অ্যাপে যোগাযোগ করেন আক্তার। তিনি ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কিশোরীটিকে উদ্ধার করা হয়।
গত সোমবার রাতে সিলেটের কদমতলী এলাকা থেকে আক্তার আলীকে গ্রেফতার করা হয়। তাকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। কিশোরীটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।