প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১৭:৪৬
ঝালকাঠির রাজাপুর উপজেলার পেছনের সরকারি জমির মূল্যবান পাঁচটি গাছ কাটার ও বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর কর্মকর্তা ও ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) মো. ইমরান আলীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সরকারি জমিতে থাকা চারটি মেহগনি ও একটি রেন্ট্রি গাছ গোপনে কেটে বিক্রি করেন তিনি। বিষয়টি প্রকাশ্যে এলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।