নোয়াখালীর হাতিয়ায় বেপরোয়া গতির নছিমনের ধাক্কায় এক ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার চৌমুহনী বাজার থেকে চরচেঙ্গা বাজার সড়কের কাজির বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাছির উদ্দিন (৪৫) একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় কৃষক নাছির তার অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে ওছখালী বাজারে যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাছির ব্যাটারি চালিত অটোরিকশায় করে চরচেঙ্গা বাজার থেকে রওনা দেন। পথে কাজির বাজার এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন অটোরিকশা পেছন থেকে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
ঘটনাস্থল থেকে নাছিরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত নছিমনটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটিতে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
পুলিশ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হবে। এ ধরনের যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।