প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৮:৪৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরী হাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম রমজান আলী রাজুর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের অডিটোরিয়ামে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান রিপন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শেখ সাদী।
শোকসভায় আরও বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম, চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান কাজী হানিফ আনসারি, মরহুমের বড় ভাই গোলাম রহমান, স্থানীয় বিএনপি নেতা কবির আহম্মেদ এবং ইউপি সদস্য আল মামুনসহ অনেকে।
বক্তারা বলেন, রমজান আলী রাজু ছিলেন এক অসাধারণ মানুষ, যিনি শিক্ষা বিস্তারে নিজেকে আজীবন নিবেদিত রেখেছেন। তিনি শুধুমাত্র একজন শিক্ষানুরাগী ছিলেন না, ছিলেন এলাকার মানুষের জন্য একজন নির্ভরযোগ্য অভিভাবক।
তাঁর অবদান স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি নিজ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সমাজে আলোকিত মানুষ তৈরিতে নিরলস কাজ করে গেছেন।
চরপার্বতী ইউনিয়নের মানুষ একজন প্রকৃত পথপ্রদর্শককে হারিয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, রাজুর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তার স্মৃতি আগামী প্রজন্মকে শিক্ষা ও সমাজসেবার প্রেরণা জোগাবে।
শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চৌধুরী হাট এন্তেজিয়া মাদরাসার সুপার মাওলানা আহসান উল্লাহ।
আয়োজনটি ছিল এক আবেগঘন মিলনমেলা, যেখানে রাজুর কর্মময় জীবনের নানা স্মৃতি সকলকে স্মরণ করিয়ে দেয় তার শিক্ষা ও মানবিকতার প্রতি গভীর ভালোবাসা।