প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:৩৩
জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। ফিতা কেটে মেলার সূচনা করেন তিনি এবং পরে একটি র্যালির নেতৃত্ব দেন।
র্যালিটি উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, ভূমি মালিকসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের সিনিয়র নাজির কোরবান আলী, নাজির মেহেদী হাসান, বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা ভূমি খতিয়ান, খারিজ, নামজারি ও ভূমি উন্নয়ন কর নিয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, অনেক সময় সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে হয়রানির শিকার হন শুধুমাত্র সচেতনতার অভাবে। এই মেলার মাধ্যমে তাদের সচেতন করে তোলা সম্ভব হবে।
মেলার দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হয় গণশুনানি। ভূমি মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন এবং কিছু অভিযোগের সমাধান现场েই করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক আগ্রহ তৈরি করতে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যাতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই ভূমি মেলা ৩ দিনব্যাপী চলবে এবং এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও প্রদর্শনীতে অংশ নিতে পারবেন যে কেউ। এতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা আরো স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করছেন আয়োজকরা।