প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৩৯
ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক ও প্রশাসনিক অঙ্গনে গুরুত্ব পেয়েছে এবং শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। অভিযোগের কারণে নলছিটিতে শংকা ও বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মিলন কান্তি দাস নামে ওই শিক্ষক ১৩ মে ক্লাস চলাকালীন সময়ে এমন কথা বলেছেন যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গত ২১ মে তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন ব্যক্তিরা ফেসবুকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করেছেন। ইসলামপন্থী নেতা এইচ এম সরদার মুসা ফেসবুকে পোস্টে বলেন, “হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করে কেউ বাঁচতে পারবে না ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, প্রশাসন ও ধর্মীয় নেতারা বিষয়টি নিয়ে আলোচনা করে তিনটি সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমত, অভিযুক্ত শিক্ষককে জবাব দিতে হবে। দ্বিতীয়ত, উপজেলা প্রশাসনও তার জবাবদিহিতার জন্য ব্যবস্থা নেবে। তৃতীয়ত, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা খতিয়ে দেখা হবে।
অপর এক ইসলামপন্থী নেতা ডা. মিজানুর রহমানও ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা এলাকায় শান্তি ও সম্প্রীতির প্রতি আহ্বান জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে মিলন কান্তি দাস বলেছেন, “আমি কোনো কটূক্তি করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।” তার পক্ষ থেকে বিষয়টি রাজনীতি বা ব্যক্তিগত দ্বন্দ্ব বলে উল্লেখ করা হয়েছে। তবে কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা গেলেও তারা কোনো মন্তব্য করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার আজাদ জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন ও স্থানীয় নেতারা মনোযোগী রয়েছেন।
এ ঘটনায় নলছিটিতে উত্তেজনা বিরাজ করায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এলাকাবাসী শান্তি কামনা করছেন এবং সকলের প্রতি সংযমের আহ্বান জানানো হয়েছে।