প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:২৬
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার জেলার হাওর-বাঁওড় ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন নদনদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। জুড়ী নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, গত দুই দিনে মোট ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।