প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৭:৩৭
মৌলভীবাজার জেলার রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আফছারকে হঠাৎ করেই প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলার পুলিশ বিভাগে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় নানা গুঞ্জনও উঠেছে।
শনিবার ১৭ মে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক সরকারি পত্রে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই পত্র অনুযায়ী, উভয় কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে বদলির অনুমতি দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি পাঠানো হয় যেখানে রাজনগর ও কুলাউড়া থানার ওসিদের বদলির জন্য অনুরোধ করা হয়। সেই অনুরোধ বিবেচনা করেই হেডকোয়ার্টার্স থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসে।
তবে ঠিক কী কারণে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এতে জেলাজুড়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে এই পরিবর্তনের পেছনে কি কোনো প্রশাসনিক অসন্তোষ কাজ করেছে।
পত্রের অনুলিপি সিলেট রেঞ্জ ডিআইজি, মৌলভীবাজার পুলিশ সুপার এবং আইজিপির স্টাফ অফিসারদের কাছে পাঠানো হয়েছে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দ্রুত নতুন ওসিদের পদায়নের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
উল্লেখযোগ্য যে, গত বছরের ৪ ডিসেম্বরও কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছারকে টুরিস্ট পুলিশে বদলির নির্দেশ দেয়া হয়েছিল, তবে তা বাস্তবায়ন হয়নি। এবার সেই আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এই দুই ওসির হঠাৎ প্রত্যাহারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলেও তীব্র কৌতূহল দেখা দিয়েছে, এবং অনেকে সামাজিক মাধ্যমে নানা মতামতও প্রকাশ করছেন। ফলে এই বদলি মৌলভীবাজার জেলার প্রশাসনিক পরিস্থিতিতে এক নতুন মোড় তৈরি করেছে।