প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৯:২১
বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ও দুপুরে পৃথক স্থানে ঘটে এই দুর্ঘটনা। মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের স্ত্রী মুন্নি বেগমের দুই মেয়ে, সাড়ে চার বছরের আলিয়া ও তিন বছরের আয়শা, ঘরের উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরের পাড়ে তাদের ভাসন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।