প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:৩১
নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি বস্তাবন্দি মৃত কুকুরকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা ও বিভ্রান্তি। শনিবার দুপুরে চরএলাহী ইউনিয়নের দক্ষিণ চৌরাস্তার পাশে একটি পুকুর থেকে এই বস্তাটি উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয়দের ধারণা ছিল এটি কোনো মানুষের লাশ। ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুঞ্জন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী মাছ ধরতে গিয়ে পুকুরে বস্তাবন্দি অবস্থায় একটি দুর্গন্ধযুক্ত বস্তু দেখতে পান। সেই সঙ্গে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায় এক জোড়া জুতা। এতে সন্দেহ আরও গভীর হয় এবং দ্রুত খবর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।
মানুষের লাশ পড়ে আছে এমন ধারণায় কিছুক্ষণের মধ্যেই অন্তত ৫০০ curious নারী-পুরুষ সেখানে ভিড় জমান। অনেকে মোবাইল ফোনে ভিডিও করতে থাকেন, আবার কেউ কেউ আতঙ্কে পুকুর এলাকা ঘিরে রাখেন।
বিকেল নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। উপস্থিত সবাই তখন দমবন্ধ করে দাঁড়িয়ে থাকেন। পুলিশ যখন বস্তাটি খুলে দেখে সেখানে মানুষের নয়, বরং একটি মৃত কুকুর, তখন স্বস্তির পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় উপস্থিত জনতার মধ্যে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, দুর্গন্ধ ও পরিস্থিতি দেখে মানুষ শুরুতে ভুল বুঝেছিল। তবে এটি নিশ্চিত হওয়া গেছে যে বস্তাটিতে কেবল একটি মৃত কুকুর ছিল, কোনো মানুষ নয়।
পুলিশ জানিয়েছে, কে বা কারা কুকুরটিকে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে রেখেছে, তা এখনো জানা যায়নি। তবে এ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এমন কাজ অমানবিক এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা উচিত।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন পশুর লাশ এভাবে ফেলা হলো, আর কেনই বা পুকুরপাড়ে এমন নাটকীয় পরিবেশ তৈরি হলো। পুলিশ এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।