প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:২৩
ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য অধিকার আদায়ে আবারও রাস্তায় নামলেন। শনিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করেন।
শিক্ষক-কর্মচারীদের দাবি ছিল, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উন্নয়নমূলক শিক্ষা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, চাকরি স্থায়ীকরণ, সম্মানজনক বেতন কাঠামো, ঈদের পূর্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কর্মপরিবেশ উন্নয়ন। এসব দাবি দীর্ঘদিনের হলেও এখনো তা বাস্তবায়নের মুখ দেখেনি।
বক্তারা বলেন, বছরের পর বছর ধরে কাজ করলেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি, যার ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সবাই। অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
জামালপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘আমরা কোনো অনৈতিক দাবি করছি না, কেবলমাত্র আমাদের শ্রমের ন্যায্য মূল্য এবং সম্মানজনক জীবন চাই।’’
বকশিগঞ্জ শিক্ষক সমিতির সহ-সভাপতি মুফতি হামিদুর ইসলাম বলেন, ‘‘ন্যূনতম বেতন ছাড়া আমাদের আর কোনো সুযোগ-সুবিধা নেই। ঈদের আগে বেতন না পেলে আমাদের পরিবার নিয়ে কষ্টে পড়তে হবে।’’
আন্দোলনরত কর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে শিক্ষক নেতা আব্দুল হাকিমসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।স্মারকলিপি প্রদান শেষে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।