প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:৩২
নওগাঁ সদর উপজেলার তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বরাদ্দপ্রাপ্ত পাঁচ লাখ টাকার ব্যয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর অধীনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমে বরাদ্দকৃত এই অর্থ শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত ছিল।