প্রকাশ: ১০ মে ২০২৫, ১৮:৭
বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত কিছু মুসলিম নাগরিককে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এসব ব্যক্তির প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বহু প্রজন্ম ধরে বসবাস করছেন এবং প্রকৃত ভারতীয় নাগরিক।