প্রকাশ: ৭ মে ২০২৫, ১১:৫১
নোয়াখালীর চাটখিলে গভীর রাতে এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নামাজ পড়তে উঠে নিজ ঘরেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তাহেরা বেগম নামে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। বুধবার ভোররাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। নিহত তাহেরা ওই গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের জননী।
স্থানীয় সূত্র জানায়, তাহেরা বেগম প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে ঘুমাচ্ছিলেন তার বড় ছেলে তারেক। রাত গভীর হলে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে নিজ ঘরে আলো জ্বালান তাহেরা। ঠিক তখনই ভবনের পিছনের দিকের এগজস্ট ফ্যান খুলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং হঠাৎ তার মুখোমুখি হয়ে যায়।
তৎক্ষণাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে বুকে, কাঁধে ও গলায় একাধিক আঘাত করে। আহত অবস্থায় তিনি ছেলেকে ডেকে তোলেন। ছেলে তারেক দরজা খুলে দেখেন মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাহেরাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা হতবাক হয়ে বলছেন, তাহেরা একজন ধার্মিক নারী ছিলেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।
চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করেছিল। কিন্তু তাহেরা বেগম তাদের উপস্থিতি টের পেয়ে গেলে তারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। হত্যার মোটিভ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। এই জঘন্য হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত আছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।