মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক চা শ্রমিক। সোমবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাখন রবি দাস, যার বয়স ছিল ৪৮ বছর। তিনি শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের মৃত শংকুরা রবি দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাখন রবি দাস বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীধরপুর গ্রামের আলমাছ মিয়ার জমিতে ধান কাটছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি ধানক্ষেতে কাজ করছিলেন। এই সময় হঠাৎই বজ্রপাত তার গায়ে আঘাত করে।
বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মাখন রবি দাসের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
চেয়ারম্যান রফিক উদ্দিন আরও জানান, বজ্রপাতের সময় খোলা জমিতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ঘটনার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে। প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতজনিত মৃত্যু নতুন কিছু নয়। অতীতে এমন আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বৃষ্টির সময় খোলা জমিতে কাজ না করার পরামর্শ দিয়েছেন।