প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:১১
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দাখিল পরীক্ষার্থী গোলাম রাব্বি হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রাব্বি উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে কাঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্র থেকে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বালির খালের ব্রিজ এলাকায় পৌঁছালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে।
হামলাকারীরা রাব্বিকে অটো থেকে জোর করে নামিয়ে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যরাও তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
আহতের বড় ভাই মো. আবদুর রহিম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, হামলাকারীরা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেওয়ারীপুর ও গৌরিপুর গ্রামের বাসিন্দা।
উত্তর চেঁচরী এমএ খালেক দাখিল মাদ্রাসার সুপার মো. খলিলুর রহমান এই হামলার নিন্দা জানিয়ে বলেন, পরীক্ষার্থীকে এভাবে আঘাত করা খুবই দুঃখজনক এবং এতে তার পরীক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই হামলার ঘটনায় উত্তর চেঁচরীসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।