প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:৩৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বাবার মৃতদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোঃ হাসান নামে এক শিক্ষার্থী। রবিবার (২৭ এপ্রিল) সকালে প্রবাস ফেরত বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে ছুটে যায় সে।
মোঃ হাসান দেবীদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ইউছুফপুর গ্রামের মৃত প্রবাসী মোঃ হানিফ মিয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে ২০০৮ সালে সৌদি আরবের হাবুনা অঞ্চলে পাড়ি জমিয়েছিলেন হানিফ মিয়া। সেখানে একটি পুলিশ স্টেশনে খাবার রান্নার কাজ করতেন তিনি। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে আজ লাশ হয়ে দেশে ফিরলেন।
পরিবারের সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি কর্মস্থলে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন হানিফ মিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। নানা জটিলতার কারণে প্রায় আড়াই মাস পর, ২৬ এপ্রিল রাতে তার মরদেহ দেশে আনা সম্ভব হয়।
রবিবার সকালে হানিফ মিয়ার লাশ গ্রামে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাবার লাশ দেখে বারবার মূর্ছা যান পুত্র হাসান। এমন কঠিন পরিস্থিতিতেও থেমে থাকেনি তার দায়িত্ববোধ।
পরীক্ষার সময় সন্নিকটে থাকায় চাচাতো ভাই আরফিনের সহায়তায় হাসান পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়। উল্লেখ্য, আরফিন নিজেও এবারের এসএসসি পরীক্ষার্থী। পর্দাথ বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অংশ নেয় হাসান, মন ভারাক্রান্ত হলেও পরীক্ষা শেষ পর্যন্ত সম্পন্ন করে।
পরীক্ষা শেষে বাড়ি ফিরলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে জানাজায় অংশ নেয় হাসান। বাদ জোহর ইউছুফপুর গ্রামের নিজ বাড়িতে বাবার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। বাবার মৃত্যুতে ভেঙে পড়লেও হাসান ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে যেতে চায়।