নোয়াখালীর সুবর্ণচরে ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা বালতির পানিতে ডুবে মারা যায়। শনিবার (২৬ এপ্রিল) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এই বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিশুর নাম আলফাজুল ইসলাম। সে উপজেলার চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে। ঘটনার দিন, শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন, আর শিশুটি অগোচরে বাড়ির আঙিনায় খেলা করতে যায়। বাড়ির এক পাশে টিউবওয়েলের কাছে একটি বালতিতে পানি ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটি পানি নিয়ে খেলার সময় বালতিতে পড়ে ডুবে যায়।
পরে শিশুটিকে পানির নিচে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাড়াতাড়ি তাকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এটা একটি হৃদয়বিদারক ঘটনা, যা এলাকার বাসিন্দাদের জন্য শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সদস্যরা শিশুটির অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনা স্থানীয় কমিউনিটিতে এক সতর্কতামূলক বার্তা হিসেবে এসেছে, যেন বাবা-মা তাদের শিশুর খেলার সময় অধিক যত্নশীল হন, বিশেষ করে পানির কাছাকাছি এলাকা থেকে।