প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৫
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে নওগাঁ শহরে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ৩ টার দিকে নওজোয়ান মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকটি ইসলামী দলের নেতারাও অংশ নেন। সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় এলাকায় গিয়ে থামে। সেখানে দোয়া পাঠের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।